🎀স্বরচিত কবিতা “টিয়ের বাড়ি”🎀

Mohammed Tajul Islam
By -
1

                                                    🎀 টিয়ের বাড়ি🎀

  মোহাম্মদ  তাজুল ইসলাম







আয় রে টিয়ে, ডাকিস কেন ?

দল ধরে যাস সবুজ যেন

 নীল সাগরের পার ।

মোদের বাড়ি আসলি না কেন

 মন যে আমার ভার !


 পুতুল আমার বউ সাজলো

  বেনী  দুলে চুল বাঁধলো

 পান চিবিয়ে ঠোঁট রাঙ্গালো

 মধ্যে শনিবার ।

 কথা দিয়ে রাখলি না কেন

 মন যে তাহার ভার !



 হ্যাঁ রে , টিয়ে

 কোথায়  নিবাস ? কোথায় থাকিস ? উড়ে বেড়াস

                                                                  

 মনের সুখে অচিনপুরে ,

 নীল সাগরের উপর দিয়ে

 মেঘের ভেলার পরশ ছুঁয়ে

 কোন সুদুরে যাস ।



 এত ডাকি একবার কেন

 ফিরে নাহি চাস !

মন যে আমার রয়না ঘরে

 ঘুরে বেড়িয় ভর দুপুরে

 চোখ রাঙানি, মার বকানি

  দিক মরে  চাস !

 কালকে এসে না দেয় মোরে

 মাকে বলে  যাস !




 আমি ডাকি -

আয় রে টিয়ে

 টি টি ডাকিস ঘাড় ঘুরিয়ে

ফিরে ফিরে চাস,

 বলিস না কেন  ? বুঝি আমি,

 সঙ্গে নিতে চাস !


 হ্যাঁ রে  টিয়ে, 

 বন্ধু হবি ? সঙ্গী হবি ?

 খেলার সাথী? সহপাঠী ?

  পাতবি  মিতালি ।


 বলনা আজি,

 তুই কি রাজি ?

 টি টি বলে যাস,

বুঝি আমি, বলিস না কেন?

 নিমন্ত্রণ চাস !



আচ্ছা বাবা.

 বুঝলাম সবই

  নিমন্ত্রণ চেয়ে নিবি,

 বলতে শরম পাস ।

দাওয়াত পত্র পাঠিয়ে দিব

 শিমুলতলী যাস ।


 কই গেলি মোর শাখা -সখি,

পাড়া -পরশি,গিয়াত- জ্ঞাতি।

পুতুল বিয়ের আয়োজনে, 

 আসবি সবাই জনে জনে

দোয়েল কোয়েল মিষ্টি শ্যামা

 সবাই আসিস নেইকো মানা ।

 দাওয়াত পত্র সবার তরে

 পাঠিয়ে দিলাম  ঘরে ঘরে ।


পুতুল যাবে শ্বশুর বাড়ি

 পঙ্খিরাজের ঘোড়ায় চড়ি.

 নীল আকাশে চাঁদের দেশে

 সেজেগুজে পরীর বেশে ।


কই গেলি মোর পায়রা জুটি

 তাড়াতাড়ি আয়না  ছুটি,

দাওয়াত পত্র ঠোঁটে এঁটে

                                                            যা নিয়ে যা টিয়ের বাটে ।


আমার হয়ে বলিস তারে

আসতে যেন না ভুল করে,

পুতুল বিয়ের অনুষ্ঠানে

বন্ধু হয়ে হৃদয় টানে ।


এবার যদি ঠঁকিয়ে মোরে

  ফাঁকি দিয়ে যাস উড়িয়ে।

 দিব্যি  আড়ি  !

 তোরি  সাথে যে,  রইবো  না তো আর

 মামার বাড়ি চলে যাব, পরের শনিবার ।।




সমাপ্ত ।



Post a Comment

1Comments

Post a Comment