পদ্মার ইলশে
মোহাম্মদ তাজুল ইসলাম
কুল-কুল নদী বয়
জোছনায় কথা কয়,
ছোট-ছোট ঢেউ বুকে
ঝিলিমিলি আলোময়।
দাঁড় টানে, জাল ছাড়ে
চুপি -চুপি জেলে ভাই,
ডিঙি গড়ে পদ্মাতে
কাশফুলে সাড়া দেয়।
ধুঁক ধুঁক কাঁপে বুক
ঠোকা টান আশাতে
প্রাণে জাগে শিহরণ
জালে ধরা ইলিশে।
রাতভর কি যে তর
নিঝুম আসমান,
শত কুপি নদী বুকে
হরষিত মন প্রাণ।
ভোর হতে ছুটে চলে
নোঙ্গর ঘাটেতে,
কোলাহলে বেচাকেনা
পদ্মার ইলশে ।।


Post a Comment
0Comments