🎀“ মোর বাছা ধন ”-উৎসর্গিত !🎀

Mohammed Tajul Islam
By -
0

                                                          মোর বাছা ধন  

                   মোহম্মদ তাজুল ইসলাম





উড়ছে শকুন মাথা লুকে থাক

দিসনে বাছা সাড়া,

মুখখানি তোর বুকে চাপি ধরি

করিস নে নড়াচড়া ।


এক খামচায় ছিনিয়া লইবে

খালি করিবে যে বুক,

জননী মুই ভয়ে জড়সড়

সদা মনে ধুক- ধুক।

মার কষ্ট বুঝ বিনে বাপ

কতনা যতন করি,

মাটিতে রাখিনি, পিঁপড়া খায় ভয়ে

বুকেতে রাখিছি জড়ি ।


হঠাৎ সেদিন বিহনে বাঁধিল

ললাটে চৌকাঠ বাড়ি,

দিন খানি মোর যাবে গচ্ছা

সইতে নাহি যেন পারি ।


আনচান মন সদা জাগরণ

কিছুতেই সুখ না লাগে,

কি যে ব্যাকুলতা, কান সদা খাড়া

ইশারায় কে জানি ডাকে !


হটা-কোলাহল বাজিল কানেতে

ছুটিয়া গেলাম দ্বারে,

সাদা কাপড়ে অঙ্গ মোড়ানো

ফিরে চাহি বারে বারে ।


সহসা হেথা বাজিয়া উঠিল

হারিয়ে ছিস মানিক ধন,

আকাশ পাতাল ভাঙ্গিয়া পড়িল

এ যে মোর রতন ।


বুক চাপড়িয়ে শত ঘাত করি

ডাকিলাম বাছা ধন,

মা বলে ডাক, একবার মোরে

জুরিয়ে দে মোর মন।


পিশাচ-শকুনি কাড়িয়া লইছে

বুক করেছে মোর খালি,

অন্তরে জমাট হাজার স্মৃতি

নোনা জলেতে যায় গলি।

Post a Comment

0Comments

Post a Comment (0)