🎀 বর্ষার আগমন🎀স্বরচিত কবিতা

Mohammed Tajul Islam
By -
0

 

                                            🎀 বর্ষার আগমন🎀

মোহাম্মদ তাজুল ইসলাম




রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে   

খাল বিল চৌচির বিলঝিল ভরছে।

বিজলির ফুলকিতে মেঘ ডাকে গুড় গুড়

জলে ভেজা চাল ঘর ভেঙে পড়ে ধুর-মুর ।

ঘন মেঘ চারিদিকে ঘুনিয়েছে আধার ঐ

বেলা যায় সাঁঝ নামে কেবা যায় পাথর ঐ !

কালো জল ছল ছল আজ সে কি ধেয়ে হায় 

মাঠ -ঘাট, গ্রাম -হাট বানে ভেসে আজ যায় ।

ঘোলা জল কল কল নামে নদী খালেতে

উঁচু- বাঁধ, পদ -ঘাট ভাঙ্গে তার তালেতে ।

ঘ্যাঁ-ঘোঁ ডাকে ব্যাঙ ঝিঝি পোকা আঁধারে,

দেহে প্রাণ নিশ্চুপ মন বন বাধারে।

সরোজের ঠোঁটে হাসি সবুজের জাগরণ

আষাঢ়ের ঝরে ধারা বর্ষার আগমন।।


Post a Comment

0Comments

Post a Comment (0)