সেজদা/সিজদা
মোহাম্মদ তাজুল ইসলাম
হিংসা, জরা, লিপ্সাতে ভরা
পাপেতে অন্তর অন্ধ,
জাগ্রত করা তা সত্যের আলোতে
মুছে দাও দ্বিধা-দ্বন্দ ।
হর্য-গর্জে,তর্ক-দর্শে
কিঞ্চিৎ জ্ঞানে বলীয়ান,
জাগিয়া ও শির মর্ত্যে দাঁড়িয়ে
চরণে স্বপিনী মন ও প্রাণ ।
সিজদায় শির করিয়া নত
প্রতি রাকাতের পরে,
ঘোষণা করছি-তুমি শ্রেষ্ঠ,তুমি মহান
তুমি ছাড়া-নাহি কেহ বড়,মোর আন্তরে ।।


Post a Comment
0Comments