🎀সিজদা/সেজদা 🎀 স্বরচিত কবিতা

Mohammed Tajul Islam
By -
0

                                                           সেজদা/সিজদা

                                   মোহাম্মদ তাজুল ইসলাম


শিরখানি মোর করিয়া নত
তোমারি চরণও তলি,
হে খোদা, মোর দয়াময়, তুমি শ্রেষ্ঠ, তুমি মহান
সে কথা বারেক বলি।
হিংসা, জরা, লিপ্সাতে ভরা
পাপেতে অন্তর অন্ধ,
জাগ্রত করা তা সত্যের আলোতে
মুছে দাও দ্বিধা-দ্বন্দ ।
হর্য-গর্জে,তর্ক-দর্শে
কিঞ্চিৎ জ্ঞানে বলীয়ান,
জাগিয়া ও শির মর্ত্যে দাঁড়িয়ে
চরণে স্বপিনী মন ও‌ প্রাণ ।
সিজদায় শির করিয়া নত
প্রতি রাকাতের পরে,
ঘোষণা করছি-তুমি শ্রেষ্ঠ,তুমি মহান
তুমি ছাড়া-নাহি কেহ বড়,মোর আন্তরে ।।

Post a Comment

0Comments

Post a Comment (0)