কলাই ফুল
মোহাম্মদ তাজুল ইসলাম
শীতে সরোবর কুয়াশার রাত
শিশির সিক্ত প্রাতে, কলাইয়ের ফুল ভাবে মশগুল
চড়ুই-শালিকে মাতে।।
মৃদু-হিল্লোল, হলুদের ঢল
শিশিরে মুক্তা আঁকে,
ও পথিক
দেখ-না মোরে ! কর জোর ভরে !
ও পথিক
দেখ-না মোরে ! কর জোর ভরে !
কৈশিকা জড়ায় পা'কে।।
একটু দাঁড়াও , ফিরে ফিরে চাও
লুটায়ে পাদুকা তলে!
নিধূঁয়া পাথারে ফুটেছি স্বদলে
তোমারে খুশি'ব বলে।।
মোহাম্মদ তাজুল ইসলামমোহাম্মদ তাজুল ই
মোহাম্মদ তাজুল ইসলাম

.jpg)
Post a Comment
0Comments