🎀🎀 স্বর্ণলতা🎀🎀
উঁচু এক ঢিঁবি আছে,
গঁজিয়ে কুল গাছটি
উঠেছে জলার কাছে ।
তাহারি চূড়াই জড়ি, ছেঁয়েছে স্বর্ণলতা
কি দারুন দুলছে ওরা ! হাওয়ারি তালে তালে !
জড়িয়ে স্বর্ণলতা,
ছেয়ে ঐ গাছের ডালে !
ছোট সেই জলাটিতে
লাফিয়ে ডারকা -পুঁটি,
কুলেরই গাছের ডালে
বসিয়ে মাছরাঙ্গাটি ।
ভাবিছে ঝাঁপিয়ে জলে, কখন যে ধরবো ওঁঠি !
কি দারুন দুলছে ওরা ! হাওয়ারি তালে তালে !
জড়িয়ে স্বর্ণলতা
ছেয়ে ওই গাছের ডালে !
কুলে ভরা ডাল গুলিতে
ঝুঁটি বাঁধা বুলবুলিয়ে,
টোঁকা দেয় পাকাটিতে
জলে পড়ে গুবগুবিয়ে ।
কি দারুন দুলছে ওরা ! হাওয়ারি তালে তালে !
জড়িয়ে স্বর্ণলতা
ছেয়ে ঐ গাছের ডালে !
চারিদিক ধূঁ ধূঁ করে
দূরে ঐ গ্রাম দেখা যায়,
সারাদিন একবার কেউ
এদিকে ফিরে না চায় ।
বসিয়া একলা মনে, ভাবি তাই ক্ষণে ক্ষণে
কি মধুর নির্জনতা ! বিলের এই নির্মলতা !
কি দারুন দুলছে ওরা ! হাওয়ারি তালে তালে !
জড়িয়ে স্বর্ণলতা
ছেয়ে ঐ গাছের ডালে ।।


Post a Comment
0Comments