🎀”বসন্ত”🎀

tajul islam
By -
0

                                                               বসন্ত

 মোহাম্মদ তাজুল ইসলাম








পুব আকাশে ঊষার আলো


উঠলো ডেকে পাখীর ঝাঁক,


কৃষ্ণচূড়া, শিমুল ফুলে


আলিঙ্গনে দিচ্ছে ডাক ।।


মিষ্টি মধুর গান শুনিয়ে


ডাকছে কৌকিল রাএী-দিন,


বইছে হাওয়া বসন্তে আজ


আনন্দেতে নাচছে ফিঙ ।।


নীলাম্বরে ঘুরছে নোটন


পাগলা হাওয়াই ঘূণীপাক


রাখাল ছেলে বাজায়ে তালি


আনন্দেতে দিচ্ছে হাঁক ।।


কঁচি পাতায় ভরছে শাঁখী


বৃক্ষরাজীর খুশীর দিন,


পচ্যা হাওয়াই বসন্তে আজ


আনন্দেতে নাচছে ফিঙ ।।


আটশ-কলাই, মসুরিতে


কৃষাণীরা দিচ্ছে বাউ,


বসন্তে আজ সোনার বাংলায়


নব-সাজে সাজছে গাঁও । ।




Post a Comment

0Comments

Post a Comment (0)